ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

 শুধু অনুদানই নয় স্থগিত ৬০ মিলিয়ন ডলারের চুক্তি

২০২৫ এপ্রিল ১৫ ১০:২৮:৪৫
 শুধু অনুদানই নয় স্থগিত ৬০ মিলিয়ন ডলারের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নির্দেশ অমান্য করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২.২ বিলিয়ন ডলারের অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস। শুধু অনুদানই নয়, স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে থাকা আরো ৬০ মিলিয়ন ডলারের চুক্তি।

শুক্রবার পাঠানো এক চিঠিতে হার্ভার্ডকে ‘ব্যাপক সংস্কার’ কার্যকর করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে মেধাভিত্তিক ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া চালু করা, ছাত্র, শিক্ষক ও প্রশাসনের মধ্যে বৈচিত্র্যবিষয়ক দৃষ্টিভঙ্গির ওপর নিরীক্ষা চালানো এবং মুখোশ পরা নিষিদ্ধ করা।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ মোকাবিলা করার লক্ষ্যে ১০টি দাবির কথা জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে একটি উদ্বেগজনক অধিকারের মানসিকতাকে ডেকে আনা হয়েছে। এই তালিকায় নাম আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের।

একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরা সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখা দেয়। কিছু জায়গায় পুলিশ এবং ইসরায়েলপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে