ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে অগ্নিসংযোগ

২০২৫ এপ্রিল ১৫ ১৬:২৮:৪৫
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পঞ্চগড় জেলার সাতখামার এলাকায় পারিবারিক বাড়িতে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) দিনগত গভীর রাতে আটোয়ারী উপজেলার বোদা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতখামার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় বাড়ির প্রাচীরঘেঁষা একটি খড় ও খড়ি রাখার টিনশেড ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। খড়ের ঘরটি ছিল প্রায় ৩০ ফিট দৈর্ঘ্য ও ১০ ফিট প্রস্থের। ফায়ার সার্ভিস জানায়, প্রায় এক ঘণ্টার চেষ্টায় বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় ১ লাখ টাকার ক্ষতির কথা জানানো হয়েছে।

বোদা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, "ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।"

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার বলেন, "এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।"

সাদ্দামের মা আনোয়ারা বেগম বলেন, "মধ্যরাতে খড়ের ঘরে আগুন লাগে। প্রতিবেশীদের চিৎকারে আমরা টের পাই। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ঘরটিতে ১০ বিঘা জমির খড় ছিল। আগেও আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।"

তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

এর আগেও গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ জনতা সাদ্দামের বাড়িতে আগুন দেয়। সেই সময় পুরো বাড়িই পুড়ে যায়। পরে তার মা, অসুস্থ বাবা ও বড় ভাই মেরামত করে কয়েকটি ঘরে আবার বসবাস শুরু করেন।

সাদ্দামের বাড়িতে আগুন লাগার ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে বলা হয়— “সন্ত্রাসীরা আবারও আগুন দিয়েছে।” এতে আরও দাবি করা হয়, তার পরিবারের সদস্যরা কোনোমতে প্রাণে রক্ষা পেয়েছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে