ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী উদযাপন

২০২৫ এপ্রিল ১৩ ১৯:৩৭:২০
জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী উদযাপন

প্রবাস ডেস্ক: জার্মানির বাণিজ্যিক নগর ফ্রাংকফুর্টে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) শহরের নিকটবর্তী গ্রিস হাইম সালবাউ হলে এই আয়োজন করে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী।

অনুষ্ঠানে অংশ নেন শতাধিক প্রবাসী বাংলাদেশি, যাঁদের মধ্যে ছিলেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নানা পেশার মানুষ।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মুখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়উম চৌধুরী। পুনর্মিলনীর পরিবেশ ছিল উৎসবমুখর।

উপস্থিত অতিথিদের জন্য পরিবেশিত হয় মুখরোচক খাবার ও সুরেলা সঙ্গীত। শিল্পী নিম্মি কাদের এবং তাপসী রায় মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন, যা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয়।

কায়উম চৌধুরী অনুষ্ঠানে বলেন, “গত তিন দশক ধরে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন করে আসছি। এই ধারাবাহিকতা রক্ষা করতে যাঁরা নিয়মিত শ্রম দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে