ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

২০২৫ এপ্রিল ১০ ১৫:৫৬:০৫
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারত হঠাৎ করে তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও, এর কারণে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তিনি আজ (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ মন্তব্য করেন।

শেখ বশিরউদ্দীন জানান, ভারত কর্তৃক কলকাতা, নবসেবা বন্দর এবং কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহারের সুযোগ বন্ধ হওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে রপ্তানির ক্ষেত্রেও কোনো ঘাটতি তৈরি হবে না বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর কাজ করা হবে, যাতে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারে।” এছাড়া, এই তিনটি পোর্ট ব্যবহার করে বাংলাদেশ প্রায় ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট করত, তবে সরকার এখন অন্য উপায়ে এই পণ্য পরিবহন চালিয়ে যাওয়ার ব্যবস্থা করবে।

এছাড়া, বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নতুন বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করায় তা বাংলাদেশের বাণিজ্যের জন্য এক ধরনের সুরক্ষা প্রদান করবে বলে জানান। তিনি বলেন, এই সময়ের মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করবে এবং সরকার উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যাবে।

সর্বশেষ, শেখ বশিরউদ্দীন আশাবাদী যে, শিগগিরই এই ট্রান্সশিপমেন্ট সমস্যার প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হবে বাংলাদেশ।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে