ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর কঠিন প্রশ্ন

২০২৫ এপ্রিল ১০ ১১:৫৩:৫১
বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর কঠিন প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেছেন। তিনি বর্তমান সরকারের কিছু দিকের প্রশংসা করলেও, কিছু ত্রুটির দিকেও ইঙ্গিত দিয়েছেন।

নিলুফার চৌধুরী মনি বলেছেন, “আমরা তো বলিনি যে এই সরকার নিয়ে কোনো সমস্যা। আমরা বলেছি, ইলেকশন দিতে হবে। সরকার গণতন্ত্র ধ্বংস করেছে এবং ভোটকে নিশ্চিন্ন করেছে। এ কারণেই আমরা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি, যাতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকে।” তিনি আরও বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সময়সীমা দ্রুত নির্ধারণ করা যেত। তবে, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তারা আরও সময় নিয়েছে, যেহেতু দেশের অবস্থা তখন খারাপ ছিল।"

তিনি আরও উল্লেখ করেছেন, “দেড় বছর কি একটি দেশের নির্বাচনের জন্য যথেষ্ট নয়? সরকারের দাবি অনুযায়ী, উন্নয়ন দেখতে পাওয়া গেছে কি? আর এই সামিট তো নতুন কিছু নয়, প্রতিবছরই হয়।"

নিলুফার চৌধুরী মনি সরকারের পররাষ্ট্র নীতিরও সমালোচনা করেছেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা সম্প্রতি মিয়ানমারে একটি বিশাল আয়োজন করেছিলেন, এবং বলেছিলেন যে লক্ষাধিক লোককে ফিরিয়ে দেওয়া যাবে। তবে এখন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে একটাও সম্ভব নয়। এ ধরনের অযৌক্তিক বক্তব্য সরকারের পূর্ববর্তী নীতি অনুসরণ করে চলছে।”

তিনি আরও বলেন, “ঈদের সময় অপরাধ কমেছে, তা অস্বীকার করছি না। তবে দীর্ঘ ছুটি এবং মানুষের সহজ চলাচল বিষয়টি লক্ষ্যণীয়। তবে সরকার যদি দাবি করে যে উন্নয়ন দেখানো যাচ্ছে, তা কি বাস্তবে দৃশ্যমান?”

এভাবে, নিলুফার চৌধুরী মনি বর্তমান সরকারের সমালোচনা করেন, বিশেষ করে তাদের নির্বাচন সংক্রান্ত অবস্থান এবং উন্নয়ন বিষয়ে তাদের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে