ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণ জানালো ভারত

২০২৫ এপ্রিল ১০ ১০:১৭:৪৪
ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণ জানালো ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পেছনে তাদের নিজস্ব স্বার্থ রক্ষার যুক্তি তুলে ধরেছে। ভারত বলছে, এটি রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের সাথে সম্পর্কিত।

বুধবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ সিদ্ধান্তের ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন, “২০২০ সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছিল, তবে তার পরপরই ভারতের বিমানবন্দর এবং অন্যান্য বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যাপক জট তৈরি হতে থাকে।”

তিনি আরও বলেন, “এই কারণে সময়ের অপচয় বাড়ে, খরচ বেড়ে যায়, এবং ভারতের রপ্তানি কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছিল। এর ফলে বন্দরে আটকে পড়া পণ্যের পরিমাণও বৃদ্ধি পাচ্ছিল। তাই, এই সমস্যাগুলোর সমাধানে ২০২৫ সালের ৮ এপ্রিল থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

তবে, ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে রপ্তানি আগের মতো অব্যাহত থাকবে। রণধীর জয়সওয়াল বলেন, “ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রক্রিয়া একইভাবে চালু থাকবে এবং এতে কোনো পরিবর্তন আসবে না।”

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) মঙ্গলবার একটি সার্কুলার জারি করে জানায় যে, ২০২০ সালের ২৯ জুনের পুরনো সার্কুলারটি ‘অবিলম্বে’ বাতিল করা হবে। ওই সার্কুলারে বলা হয়েছিল, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য কনটেইনার বা কভার্ড ভ্যানের মাধ্যমে তৃতীয় দেশে পাঠানোর জন্য ভারতের স্থল শুল্ক স্টেশন থেকে অন্যান্য বন্দর বা বিমানবন্দর পর্যন্ত ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া হবে। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে শুধুমাত্র ট্রানজিটে থাকা বাংলাদেশি পণ্য বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী ভারত ছাড়তে পারবে, তবে নতুন পণ্যের চালান ট্রান্সশিপমেন্ট সুবিধা পাবে না।

এটি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। তবে, ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তারা দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।

আরিফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে