ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

স্ত্রীর বিষয়ে সিয়ামের নতুন পোস্টে প্রকাশিত হল সব তথ্য

২০২৫ এপ্রিল ০৯ ১৫:২৮:৫৭
স্ত্রীর বিষয়ে সিয়ামের নতুন পোস্টে প্রকাশিত হল সব তথ্য

নিজস্ব প্রতিবেদক : প্রেম ও বিয়ে নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাইফুদ্দিন সিয়াম। সম্প্রতি, তিনি তার বিয়ের খবর ঘোষণা করেছিলেন এবং এখন তিনি তার পরিচয় এবং বিয়ের গল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

৫ এপ্রিল, সিয়াম তার ফেসবুক পেজে এক পোস্টে বিয়ের খবর শেয়ার করেছিলেন এবং স্ত্রীর সঙ্গে একটি ছবি আপলোড করে লিখেছিলেন, “স্কুলের বন্ধুদের না জানিয়ে তাদের বান্ধবী কে বিয়ে করে ফেললাম।” এরপর, ভক্তরা তার স্ত্রীর পরিচয় ও তাদের সম্পর্কের বিস্তারিত জানতে চাওয়ায়, সিয়াম আজ ৯ এপ্রিল ‘এসপি ক্রিয়েশন’ পেজে একটি অফিশিয়াল বিবৃতি দেন।

বিবৃতিতে সিয়াম বলেন, “আমরা একসাথে একই স্কুলে পড়তাম, কিন্তু আমাদের মাঝে কখনো প্রেম ছিল না। এমনকি আমরা প্রেম করে বিয়ে পর্যন্ত আসিনি। স্কুলে, ওই মেয়েটার পছন্দ ছিল অন্য পোলাপান, আর আমি তখন ছিলাম না। আমি মাঝে মাঝে তার বারান্দার সামনে দাঁড়িয়ে থাকতাম একটু পাত্তা পাওয়ার জন্য, কিন্তু তাতে লাভ হয়নি।”

তিনি আরো যোগ করেন, “তারপর আমি আমার প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, যেই প্রেমের কারণে এসপি ক্রিয়েশন শুরু হয়। ১০-১২ বছর পর একদিন হঠাৎ করে সেই মেয়েটার কথা মনে পড়ল। আমি ভাবলাম, মেয়েটা কি বিয়ে করে ফেলেছে? পরে খোঁজ নিয়ে জানলাম, সে এখনো বিয়ে করেনি। তখন আমি তাকে প্রথম মেসেজ পাঠালাম, 'Are you in a relationship? please say no!!'"

সিয়াম আরও বলেন, “এরপর দুই সপ্তাহের মধ্যে যা হওয়ার তা হয়ে যায়। তবে খুব তাড়াতাড়ি এবং পরিবারের মতামত ছাড়া আমি আর আগাতে চাইনি। মেয়েটার অতীত ও বর্তমান আমি যেমন গ্রহণ করেছি, তেমনি সে আমার বিষয়ে বুঝতে চেয়েছে। মনের মিল হওয়ার কারণে খুব বেশি সময় নেয়নি।”

অবশেষে সিয়াম সবাইকে তার নতুন জীবনযাত্রার জন্য দোয়া চেয়ে বলেন, “এখন যা ভালো মনে করেন, পারলে দোয়া করবেন, যাতে সামনের দিনগুলো ভালোভাবে যায়।”

স্ত্রীর ইচ্ছায় অন্য মেয়েদের সঙ্গে ভিডিও তৈরির ব্যাপারে সিয়াম জানান, “মেয়েটার একটাই দুঃখ, আমি কেন অন্য মেয়েদের নিয়ে ভিডিও বানাই। আমি তাকে বলেছি আস্তে আস্তে কমিয়ে দিব। আর পোস্টটি দেখার পর মেয়েটা এসে বলবে, 'আমাকে অনেক কালো লাগতেছে, আরেকটু সাদা করা গেলো না?'”

এই বিবৃতি প্রকাশের পর সিয়াম তার ভক্তদের ও ফলোয়ারদের শুভকামনা ও দোয়া চেয়েছেন, যাতে তারা নতুন জীবন শুরু করতে পারে শান্তি ও ভালোবাসার মধ্যে।

আরিফ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে