ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

সাবেক ডিজির ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ৩৪ ব্যাংক হিসাব

২০২৫ এপ্রিল ০৬ ১৬:৫০:৩০
সাবেক ডিজির ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ৩৪ ব্যাংক হিসাব

নিজস্ব প্রতিবেদক : স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মুজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের নামে থাকা সম্পদগুলোর মধ্যে ফ্ল্যাট ও জমি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একইসাথে, তাদের ৩৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে, যেখানে মোট এক কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা রয়েছে।

এ বিষয়ে রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

জব্দ হওয়া সম্পত্তি:

মুজিবুর রহমানের নিজ নামে মিরপুরের মাটিকাটায় ৪ হাজার ৫০ বর্গফুটের ১টি ফ্ল্যাট,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা ১টি প্লট,

খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টে জমি,

স্ত্রীর নামে থাকা ঢাকা ক্যান্টনমেন্টের সাহারা এলাকায় ১টি ফ্ল্যাট,

ঢাকা ক্যান্টনমেন্টের বাউনিয়া এলাকায় ৭ দলিলের জমি রয়েছে।

এছাড়া, তার ও তার স্ত্রীর নামে ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, যার মধ্যে মুজিবুর রহমানের ২৪টি ও তার স্ত্রীর ১০টি হিসাব রয়েছে।

দুদকের পক্ষ থেকে বলা হয়, মুজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকার সময় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন এবং নিজে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

এছাড়া, তিনি বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রি, হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন।

আদালত এই সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সিদ্ধান্ত দেন, যাতে এসব সম্পত্তি বিচারাধীন থাকাকালীন কোনোভাবে স্থানান্তর বা বিক্রয় করা না যায় এবং রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হয়।

মুজিবুর রহমান শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত এসএসএফের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে, তাকে ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি পদে বদলি করা হয়। ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে