ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঋণ জালিয়াতির অভিযোগে আইএফআইসি’র ৫ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

২০২৫ মার্চ ২০ ১৫:৪১:৫০
ঋণ জালিয়াতির অভিযোগে আইএফআইসি’র ৫ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২ হাজার ৩৭৫ কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে ব্যাংকটির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুসন্ধান কর্মকর্তা মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে অংশ নেয়া কর্মকর্তারা হলেন- আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার চিফ ম্যানেজার জুলফিকার আলী চোকদার ও নাজমুল হক, রিলেশনশিপ ম্যানেজার সালমান মাহবুব, মোমিনুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের ক্রেডিট ম্যানেজার মাসুদা বেগম।

তাদের জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্য হলো ফেডারেশন ও প্রিন্সিপাল শাখার গ্রাহক প্রতিষ্ঠানসমূহ—এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড, ও স্কাইমার্ক ইন্টারন্যাশনালের নেওয়া ঋণের অনিয়মের প্রকৃত রহস্য উন্মোচন করা।

গত ৪ মার্চ তারা দুদকের পক্ষ থেকে তলব করে একটি চিঠি প্রদান করা হয়। চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি, পাশাপাশি বক্তব্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে