ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

ছয় কোম্পানির চাপে ইতিবাচক বাজারে ছন্দপতন

২০২৫ মার্চ ২০ ১৫:৩৭:৩৯
ছয় কোম্পানির চাপে ইতিবাচক বাজারে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ মার্চ) চাঙ্গা প্রবণতায় উভয় শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছিল। লেনদেনের প্রথম ভাগে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২২ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হতে দেখা যায়।

উভয় বাজারে এ পর্যায়ে কিছু বড় মূলধনী কোম্পানির চাপ দেখা যায়। ফলে চাঙ্গা বাজারে অপরিহার্যভাবে ছন্দপতন দেখা দেয়। শেষ বেলায় উভয় বাজার পতনের বৃত্তে স্থান নেয়। এদিন ডিএসইর প্রধান সূচক কমে যায় সাড়ে ৫ পয়েন্টের বেশি।

লংকাবাংলা ফাইন্যান্স পোর্টাল সূত্র জানিয়েছে, এদিন ৬ বড় মূলধনী কোম্পানির চাপে ইতিবাচক শেয়ারবাজার নেতিবাচক প্রবণতায় রূপ নেয়। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার কারণে এদিন ডিএসইর সূচক কমেছে ১১.০৫ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক টেনে নামানোর প্রথম স্থানে ছিল ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক। আজ ব্যাংকটির শেয়ার দর কমেছে ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৪.৬০ পয়েন্ট।

ডিএসইর সূচক পতনের ভুমিকায় আজ দ্বিতীয় স্থানে ছিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর কমেছে ৫০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ১.৮১ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচক টেনে নামানোর প্রক্রিয়ায় লাফার্জহোলসিম বাংলাদেশের দায় ছিল ১.৩৯ পয়েন্ট, ইসলামী ব্যাংকের ১.১৯ পয়েন্ট, ব্রাক ব্যাংকের ১.০৬ পয়েন্ট এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে