ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বেতন নিয়ে ব্যাংকারদের নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক

২০২৫ মার্চ ২০ ১৫:৩৬:২৭
বেতন নিয়ে ব্যাংকারদের নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক দেশের তফসিলি ব্যাংকগুলোকে মার্চ মাসের বেতন ও অবসর ভাতা ২৩ মার্চের মধ্যে প্রদান করার নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৩ মার্চ ব্যাংকগুলোকে তাদের কর্মকর্তা ও কর্মচারীসহ অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের বেতন-ভাতা এবং অবসর ভাতা পরিশোধ করতে হবে। এটি সরকারি পঞ্জিকা অনুযায়ী আগামী ৩১ মার্চ ২০২৫ (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানা গেছে। এর ফলে ঈদকে সামনে রেখে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের জন্য বেতন-ভাতা প্রদান করা হবে ২৩ মার্চ।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার আওতায় এই নির্দেশনা প্রদান করা হয়েছে। তাই, দেশের ব্যাংকগুলোকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এই নির্দেশনায় ব্যাংকগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে এবং কর্মচারীদের বেতন যথাসময়ে পরিশোধ করতে বলা হয়েছে, যাতে তাদের কোনও সমস্যা না হয় এবং ঈদ উপলক্ষে সবার মধ্যে আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে