ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বৃহস্পতিবার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২০২৫ মার্চ ১৯ ২০:২০:১৪
বৃহস্পতিবার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ‘জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আগামীকাল বৃহস্পতিবার আত্মপ্রকাশ করবে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটবে।

আজ বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নতুন দলটির মুখপাত্র ডেল এইচ খান।

তিনি বলেন, ‘আমরা মধ্যমপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করছি।

আমাদের দলে সামরিক (অব.) বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।’জানা যায়, নতুন দলটির চেয়ারম্যান হবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল।

বৃহস্পতিবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ১ নং হলে বিকেল ৩টায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে।

এতে ২৪ বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন।

ছাড়াও ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে