ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫
Sharenews24

সরকারের নতুন নিয়মে এক ব্যক্তির কোম্পানি খোলার সুযোগ

২০২৫ মার্চ ১৬ ১০:১৭:৪৫
সরকারের নতুন নিয়মে এক ব্যক্তির কোম্পানি খোলার সুযোগ

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে বাংলাদেশে এক ব্যক্তির কোম্পানি (ওপিসি) প্রতিষ্ঠার জন্য আগে ১ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনের বাধ্যবাধকতা ছিল। তবে নতুন আইন অনুযায়ী, এই বাধ্যবাধকতাগুলো আর থাকবে না। এছাড়া, কোম্পানি গঠনের জন্য পাঁচ লাখ টাকা পরিশোধিত মূলধন হলেই চলবে।

এই পরিবর্তনটি কোম্পানি আইন, ১৯৯৪ সংশোধনের মাধ্যমে আসছে। সরকারের নতুন উদ্যোগে ওপিসি গঠন আরো সহজ করা হচ্ছে, যা উন্নত দেশগুলোতে সাধারণ বিষয় হলেও বাংলাদেশে এটি নতুন। বাণিজ্য মন্ত্রণালয় এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২০ সালে আইনে সংশোধন করে ওপিসি গঠনের সুযোগ দেওয়া হয়েছিল, তবে পাঁচ বছরে সেভাবে সাড়া পাওয়া যায়নি। এজন্য সরকারের উদ্যোগে শিথিলতার পথে এগোনো হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে শীঘ্রই বৈঠক করবে এবং তারপর খসড়া চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে।

এখন পর্যন্ত আইনে ওপিসি গঠনের পর ৫৬০টি ওপিসি গঠিত হয়েছে। ব্যবসায়ীদের মতে, ওপিসি গঠনের মাধ্যমে উদ্যোক্তাদের সংখ্যা বাড়বে এবং ব্যাংকের সঙ্গে সম্পর্কও জোরদার হবে। এ বিষয়ে ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, "এক ব্যক্তির কোম্পানি গঠনের কাজ সহজ করতে আইন সংশোধনের সরকারি উদ্যোগকে স্বাগত জানাই। তবে আমি মনে করি, পাঁচ লাখ টাকা পরিশোধিত মূলধন কেন, এক লাখ টাকা করা হলে তা আরো ব্যবসাবান্ধব হবে।"

এছাড়া, আইনের অধীনে একজন প্রাকৃতিক সত্তাবিশিষ্ট ব্যক্তি কেবল একটি ওপিসি গঠন করতে পারবেন। কোম্পানির নামের শেষে ‘OPC’, ‘PLC’ বা ‘Limited’ ব্যবহারের নিয়মও রয়েছে।

সরকারি, শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং বেসরকারি—সব কোম্পানির নামের শেষে ‘লিমিটেড’ ব্যবহৃত হয়ে আসছিল, তবে এখন এটি শুধু নির্দিষ্ট কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে