ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫
Sharenews24

সিপিবি কার্যালয়ের সামনে পুলিশি অবস্থান

২০২৫ মার্চ ১৫ ১৩:১৩:২১
সিপিবি কার্যালয়ের সামনে পুলিশি অবস্থান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে সিপিবি (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)-এর কার্যালয়ের সামনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার সকাল থেকে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তি ভবন’-এর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় সিপিবি দলের কিছু নেতাকর্মী কার্যালয়ের সামনে বসে থাকতে দেখা গেছে, আর কিছু নেতাকর্মী দলীয় কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। এই অবস্থানে থাকা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে মনে হচ্ছে।

এই দিন, সিপিবি নেতৃত্বে একটি গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে আটটি সংগঠন, যা হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে সমন্বিত হয়েছে।

পিনাকী ভট্টাচার্য, লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট, সিপিবি কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয়’ বানানোর ডাক দিয়েছেন, যার মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি ও প্রতিবাদী অবস্থান আরও শক্তিশালী হবে।

এছাড়া, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মাগুরার শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দেশে কালো পতাকা উত্তোলন এবং শোক মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন।

এতে অংশগ্রহণকারী সংগঠনগুলো হচ্ছে: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ উদিচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে