ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫
Sharenews24

আছিয়ার জানাজায় সারজিসের বিপত্তি, মিডিয়াকে কটাক্ষ

২০২৫ মার্চ ১৫ ১৫:০৬:২৯
আছিয়ার জানাজায় সারজিসের বিপত্তি, মিডিয়াকে কটাক্ষ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি ফেসবুক পোস্টে আছিয়া নামের ধর্ষণের শিকার শিশু এবং তার মৃত্যুর পরের ঘটনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। সারজিস আলম তার পোস্টে জানিয়েছেন, আছিয়া হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে দ্রুত গ্রেফতার করতে বলেছিলেন তিনি। তিনি উল্লেখ করেন, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

এছাড়া, আছিয়ার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ঘটনাও তিনি তুলে ধরেছেন। ঢাকা মেডিকেল কলেজে আছিয়া ভর্তি হওয়ার পর তিনি সেখানে না গিয়ে বাইরে থেকে খোঁজ-খবর নেন এবং পরবর্তীতে আছিয়া যখন সিএমএইচে ভর্তি হন, তখনও সেখানে গিয়ে খোঁজ নেন। তবে ফেসবুকে কোন স্ট্যাটাস দেননি তিনি।

সারজিস আরও জানান, আছিয়ার জানাযা পরবর্তী সময়ে মাগুরায় যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবস্থা করা হয়েছিল। তিনি জানাযায় অংশগ্রহণ করার পর ঢাকায় ফিরে আসেন। এই ঘটনাগুলোর মধ্যে তিনি শুধুমাত্র ফেসবুকে তার কর্মসূচী সম্পর্কে জানিয়েছিলেন, যা পরে মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সারজিস অভিযোগ করেন, সেসব ঘটনা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং মিডিয়া তার কর্মসূচী থেকে ভিন্নভাবে আলোকপাত করেছে।

পোস্টে সারজিস বলেন, “ফুটেজ না দিলে মানুষ বলে কিছুই করা হয়নি এবং ফুটেজ দিলে সবাই শুধু ফুটেজের দিকে তাকিয়ে থাকে।” তিনি আরও উল্লেখ করেন, মিডিয়া এবং সামাজিক মাধ্যমে কোনো কিছু প্রকাশ করার আগে প্রতিটি ব্যক্তির উচিত পেশাদারিত্ব এবং বিবেকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করা।

সবশেষে, তিনি অনলাইনে বিচার বিশ্লেষণের পরিবর্তে অফলাইনে মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য আহ্বান জানান এবং সবাইকে "Take care" বলে শেষ করেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে