ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিলো জাতিসংঘ

২০২৫ মার্চ ১৫ ২০:১৮:১৮
অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিলো জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশের মানুষের স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।

এদিন ঢাকায় এক যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। সম্মেলনে গুতেরেস বলেন, বাংলাদেশে চলমান সংকট উত্তরণের জন্য জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে থাকবে। তিনি আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে সাহায্য করবে এবং জাতিসংঘ এই প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন প্রদান করবে।

গুতেরেস আরও বলেন, "বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার হাত বাড়াতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশটির রাজনৈতিক এবং সামাজিক পুনর্গঠন সম্ভব হবে।" তিনি বাংলাদেশের ভুল তথ্য প্রচারের বিষয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন এবং এ বিষয়টি সঠিকভাবে উপস্থাপনের জন্য জাতিসংঘের সদিচ্ছা জানিয়ে বলেন, "বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের প্রক্রিয়া সঠিক পথে এগিয়ে যাচ্ছে, এবং জাতিসংঘ এই প্রক্রিয়ায় পাশে থাকবে।"

প্রসঙ্গত, জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ সরকারের মানবিক অবদানের প্রশংসা করেন এবং বলেন, "বাংলাদেশের জনগণ এবং সরকারের জন্য আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে, যারা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে মানবতার খাতিরে অনেক বড় অবদান রেখেছে।"

এছাড়া, তিনি মিয়ানমারের উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নের উত্তরে জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন এবং বলেন, "বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা প্রশংসনীয়।"

এই সফরের মাধ্যমে জাতিসংঘ আবারও বাংলাদেশের প্রতি তার সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে