ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতে বাংলাদেশিরা ভুয়া পাসপোর্ট বানাচ্ছে জানা গেলো সত্যতা

২০২৫ মার্চ ১৫ ১৩:২৪:৪০
ভারতে বাংলাদেশিরা ভুয়া পাসপোর্ট বানাচ্ছে জানা গেলো সত্যতা

নিজস্ব প্রতিবেদক : ভারতে বাংলাদেশিদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরির একটি বড় চক্রের সন্ধান পাওয়া গেছে। কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ১৩০টি পাসপোর্ট তৈরি হয়েছে, যার মধ্যে ১২০টি পাসপোর্ট বাংলাদেশি নাগরিকদের জন্য বানানো হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল।

প্রতিবেদনে বলা হয়, কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে ভুয়া পাসপোর্ট তৈরি করে আসছে। চক্রটি নথি জালিয়াতি, পুলিশ ভেরিফিকেশনসহ পাসপোর্ট তৈরির প্রতিটি পর্যায়ে টাকা আদায় করে থাকে।

এই পাসপোর্ট তৈরির ঘটনায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তদন্ত শুরু করেছে, কারণ এটি সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রে পুলিশের প্রাক্তন কর্মকর্তারা জড়িত রয়েছেন। তারা কমপক্ষে ২৫০টি জাল পাসপোর্ট তৈরি করেছেন। পুলিশের আরও কিছু বর্তমান সদস্যও এই চক্রের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, পুলিশের তদন্তে উঠে এসেছে যে, এই চক্রের মাধ্যমে একাধিক বাংলাদেশি নাগরিক পাসপোর্ট তৈরি করেছে। তবে, কত টাকা আদায় করা হয়েছে এবং এই লেনদেনে কে কে অংশ নিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

এ ঘটনাটি ভারতীয় নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন নীতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে