ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পিনাকি ভট্টাচার্যের সিপিবি ‘দখল’ ডাক, গণমিছিল স্থগিত

২০২৫ মার্চ ১৫ ১৮:৫৬:৫৫
পিনাকি ভট্টাচার্যের সিপিবি ‘দখল’ ডাক, গণমিছিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক : শনিবার, হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে বামপন্থী আটটি সংগঠন গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল। তবে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

এই কর্মসূচির নেতৃত্বে ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাসদ ছাত্রলীগ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় ঢাকার পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছিল। তবে শুরু হওয়ার আধা ঘণ্টার পরই গণমিছিলটি স্থগিত করার ঘোষণা দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

তিনি জানান, উগ্রবাদী গোষ্ঠী এই আন্দোলনকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করছে এবং তাদের লক্ষ্য রাষ্ট্রীয় ক্ষমতায় পুনর্বাসন পাওয়ার স্বপ্ন। তবে প্রগতিশীল ছাত্র ও যুব সমাজ এই চক্রান্ত সফল হতে দেবে না।

সমাবেশে, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং খুনের বিচার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা লাকি আক্তার কর্মসূচিতে অংশগ্রহণ না করার কারণ হিসেবে জানান, তাঁকে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল, যার কারণে তিনি উপস্থিত হননি। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে, আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আগে থেকেই পরিকল্পিত ছিল, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে গন্তব্যস্থল টেস্ট সিটি হয়ে শেষ হবে এই গণমিছিল। কিন্তু উত্তেজনা ও পরিস্থিতি বিবেচনায় কর্মসূচিটি স্থগিত করা হয়।

সমাবেশের আগের দিনই, সিপিবি কার্যালয়ে উত্তেজনা দেখা দেয় এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিতে শুরু করেন। আইন-শৃঙ্খলা বাহিনী ভবনের আশেপাশে টহল দিচ্ছিল এবং দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল।

এই পরিপ্রেক্ষিতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিপিবি কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টিকারী কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে তৎপরতা জারি রাখা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে