ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন

২০২৫ মার্চ ১২ ১২:১১:১৭
বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদারের জন্য বিশেষ বাহিনী গঠন করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই বাহিনীর নাম হবে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স (বিএএসএফ), যা দেশটির বিমানবন্দরগুলোর সীমানা প্রাচীর, রানওয়ে, এবং অন্যান্য নিরাপত্তা কার্যক্রমের দায়িত্বে থাকবে।

বেবিচক জানিয়েছে, বিমান, পুলিশ, আনসার বাহিনীসহ অন্যান্য সংস্থার ১০ হাজার ৬৩২ সদস্য এই বাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এর জন্য তিন ধাপে মোট ৩৯৭ কোটি টাকার খরচ হবে।

বেবিচক বলছে, এই বাহিনী গঠন করলে আন্তর্জাতিক নিরাপত্তা বিধি অনুসরণ করে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর হবে। বর্তমানে, বেবিচকের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা বিমানবন্দরের টার্মিনাল নিরাপত্তা দেখভাল করে থাকলেও, রানওয়ে এবং অন্যান্য সংবেদনশীল এলাকাগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে অস্থায়ী বাহিনীগুলি যথাযথভাবে কাজ করতে পারছে না।

এই নতুন বাহিনী শুধু নিরাপত্তা বিষয়ক কার্যক্রমে না, বরং আন্তর্জাতিক বিধি অনুসরণ ও বেসামরিক বিমান চলাচল খাতের বিকাশেও ভূমিকা রাখবে। এটি বিমানবন্দরগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে এবং বিদেশি ও দেশি বিমান সংস্থাগুলির জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলবে।

বিশ্বের অন্যান্য দেশেও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিজস্ব সিকিউরিটি বাহিনী রয়েছে এবং বাংলাদেশও সেই একই পন্থায় এগিয়ে যাচ্ছে।

বেবিচকের নতুন এই বাহিনীর জনবল তিন ধাপে নিয়োগ করা হবে, এবং তাদের প্রশিক্ষণ অত্যাধুনিক হবে। বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্টগুলোতে এই বাহিনী দায়িত্বরত থাকবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া আশা প্রকাশ করেছেন, চলতি বছরেই বিএএসএফ তাদের কার্যক্রম শুরু করবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে