ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

নারী কর্মকর্তাকে যুবদল নেতার চেয়ার ছুড়ে মারার দৃশ্যে তোলপাড়

২০২৫ মার্চ ১২ ১১:৪৯:১৩
নারী কর্মকর্তাকে যুবদল নেতার চেয়ার ছুড়ে মারার দৃশ্যে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দিকাকে চেয়ার ছুড়ে মেরেছেন রাউজান পৌরসভা যুবদলের নেতা শহিদুল ইসলাম।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা তিনটার আকস্মিক এই হামলা চালানোর পাশাপাশি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের টেবিলও ভাঙচুর করেছেন তিনি।

অভিযুক্ত শহিদুল ইসলাম রাউজান পৌরসভা যুবদলের নেতা। পূর্বের কমিটিতে তিনি প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং নতুন কোনো কমিটি গঠন হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল নেতা শহীদ গত তিন মাস ধরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কাজের জন্য চাপ দিয়ে আসছিলেন। এর মধ্যে মাসখানেক আগে অস্ত্রসহ সেখানে গিয়েও তিনি কর্মরত কর্মকর্তাকে ভয় দেখান। ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা তাঁকে বের হয়ে যেতে বলেন। তবে শহীদ যাওয়ার সময় ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে শহীদ ফের কার্যালয়ে আসেন এবং আয়েশা সিদ্দিকার কাছে কাজের জন্য তাগাদা দেন। আয়েশা তাকে স্পষ্ট জানিয়ে দেন, জনপ্রতিনিধির মাধ্যমে কাজ বরাদ্দ করা হয়। এই উত্তরে ক্ষুব্ধ হয়ে শহীদ রেগে গিয়ে চেয়ার ছুঁড়ে মারেন। আয়েশা যখন মাথা কাত করে নেন, তখন চেয়ারটি টেবিলের ওপর পড়লে গ্লাস ভেঙে যায়। পরে অন্য কর্মীরা ঘটনাস্থলে আসলে শহীদ পালিয়ে যান।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বলেন, ‘এটি ছিল হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা। অলৌকিকভাবে আমি বেঁচে গেছি।’ তিনি আরো জানান, যুবদল নেতা একবার আগেও অস্ত্র নিয়ে এসে তাকে হুমকি দিয়েছিলেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, হামলার বিষয়ে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সত্যতা প্রমাণিত হয়েছে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে তোলপাড় চলছে। বিএনপি নেতৃস্থানীয় নেতারা শহিদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে।

মাহিন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে