ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে যা বললেন শিবির সভাপতি

২০২৫ মার্চ ১২ ১১:০৮:০৭
জিয়াউর রহমান ও খালেদা জিয়া সম্পর্কে যা বললেন শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করে বক্তব্য দেন শিবির সভাপতি।

জাহিদুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শিতার দিক থেকে, আধিপত্যবাদের অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ, যেটা এখন আমরা অনেক বেশি বলছি, সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রামে একাত্তরের পর আপনারা জানেন অনেক সমস্যা ছিল, জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে তার অবস্থান শক্ত করে ধরে রাখতে সক্ষম হয়েছে।’

খালেদা জিয়ার বিষয়ে শিবির সভাপতি বলেন, ‘খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি, উনার আপোষহীন চরিত্র, আপোষহীন বডি ল্যাঙ্গুয়েজ, আপোষহীন কথাবার্তা, নিঃসন্দেহে উনাকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার মধ্যে সিক্ত রেখেছে।’

ছাত্ররাজনীতির বিষয়ে শিবির সভাপতি বলেন, ‘আমরা চাই, আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদল—যারাই ফ্যাসিবাদবিরোধী ভূমিকায় অবদান রেখেছে, তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেব। রাজনৈতিক মাঠে একেকজনের চিন্তা, একেকজনের আদর্শ আলাদা থাকবে—এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই বৈচিত্র। কিন্তু দিনশেষে দেশটা আমার, আপনাদের, আমাদের সকলের। আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম। সেই অনুষ্ঠানের ফাঁকে ছাত্রদলের অনুষ্ঠানের উপস্থিত হয়েছিলেন শিবির সভাপতি।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে