ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

বিএসইসির অপ্রত্যাশিত ঘটনার  পরে চেয়ারম্যানের হতাশাজনক মন্তব্য

২০২৫ মার্চ ১০ ১৮:৪৮:০৬
বিএসইসির অপ্রত্যাশিত ঘটনার  পরে চেয়ারম্যানের হতাশাজনক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সোমবার (১০ মার্চ) কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় বলেন, বিএসইসির সাম্প্রতিক ঘটনার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পাশাপাশি বিভিন্ন এজেন্সিও অবগত রয়েছে।

তিনি জানান, ৫ মার্চ ঘটিত ঘটনাটি অত্যন্ত অনভিপ্রেত ছিল এবং কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীদের প্ররোচনায় ঘটেছে। এই ঘটনার ফলে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং এটি গুরুতর ফৌজদারি অপরাধ। তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের শেয়ারবাজারের জন্য মারাত্মক এবং দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। এমন ঘটনা পৃথিবীতে কোনও রেগুলেটরি সংস্থায় এর আগে ঘটেনি, এবং এটি জাতীয় জীবনের জন্য চরম দুঃখজনক অধ্যায়।

তবে, বিএসইসি চেয়ারম্যান উল্লেখ করেন যে, এই ঘটনায় সকল কর্মকর্তা-কর্মচারী যুক্ত ছিলেন না এবং অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেননি। ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রমে এটি মাথায় রেখে কাজ করা হবে এবং কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

চেয়ারম্যান আশা করেন, নিষ্ঠা ও সততার সাথে যারা কাজ করছেন, তারা আগামীতে বিএসইসির কর্মকাণ্ডকে গতিশীল করে তুলবেন।

এনামুল/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে