ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না: বিএসইসি চেয়ারম্যান

২০২৫ মার্চ ০৬ ১৭:১৮:৫৯
কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা নিজ নিজ পদে বহাল থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (০৬ মার্চ) নিরাপত্তা ইস্যুতে বিএসইসিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ সিদ্ধান্তের কথা জানান রাশেদ মাকসুদ।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি।

এসময় সাংবাদিকরা জানান, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা কমিশনের পদত্যাগ দাবি করছেন এবং কর্মবিরতি পালন করছেন।

এ প্রসঙ্গে রাশেদ মাকসুদ বলেন, “সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। যে মিশন নিয়ে কাজ শুরু করেছি, তা থেকে একচুলও সরবো না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমরা দায়িত্বশীলভাবে এবং নিয়ম মেনে যে কাজ করে আসছি, তা অব্যাহত রাখবো।”

কর্মকর্তারা কাজ না করলে কি করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার লালারুখ বলেন, “আমরা আহ্বান জানাবো তাদের কাজে যোগদানের জন্য। তারপরেও যদি কাজে না আসেন এমন প্রশ্নে লালারুখ বলেন, সেটা দেখা যাবে।”

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে