ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজার টেনে নামাল ৫ কোম্পানির শেয়ার

২০২৫ মার্চ ০২ ১৪:৪৭:০১
শেয়ারবাজার টেনে নামাল ৫ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: মার্চের প্রথম কর্মদিবস রোববার (০২ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবনতায় লেনদেন শুরু হতে দেখা যায়। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক লেনদেনের ১০ টা ১২ মিনিটে আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট বেড়ে লেনদেন হয়।

এরপর প্রায় এক ঘন্টা মিশ্র প্রবণতায় লেনদেনের পর বেলা ১১ টা ০৭ মিনিটে আগের দিনের চেয়ে ডিএসইর প্রধান সূচক প্রায় ২ পয়েন্ট নেমে লেনদেন হয়। তারপর আবারও সূচক উঠতে থাকে। বেলা ১২ টা ০৪ মিনিটে ডিএসইর সূচক প্রায় ৮ পয়েন্ট বেড়ে লেনদেন হয়।

সূচকের এমন ইতিবাচক অগ্রগতির সময় কিছু বড় মূলধনী শেয়ারের দাম কমতে থাকে। যার ফলে সূচকেও এর নেতিবাচক প্রভাব পড়তে থাকে। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। আজ শেষবেলায় ডিএসইর সূচক সাড়ে ১০ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন বড় মূলধনী ৫ কোম্পানির শেয়ার ডিএসইর সূচক নিচে নামায়। কোম্পানিগুলো হলো-গ্রামীণফোন, বার্জার বলপেন, মিডল্যান্ড ব্যাংক, ইউসিবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।

আমার স্টক জানিয়েছে, আলোচ্য ৫ কোম্পানির শেয়ারের দাম নেতিবাচক থাকায় আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ১১ পয়েন্ট। অর্থাৎ এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে সাড়ে ১০ পয়েন্ট। যার মধ্যে ৫ কোম্পানির শেয়ার দর কমার কারণে সূচক কমেছে প্রায় ১১ পয়েন্ট।

কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন আজ ডিএসর সূচক কমিয়েছে ৬.৮৮ পয়েন্ট, বার্জার বলপেন ১.২৩ পয়েন্ট, মিডল্যান্ড ব্যাংক ১.১৯ পয়েন্ট, ইউসিবি ব্যাংক ০.৯৬ পয়েন্ট এবং আইএফআইসি ব্যাংক ০.৮৯ পয়েন্ট।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে