ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আত্মীয়ের বাসা থেকে সাবেক আইজিপির দুই বস্তা নথিপত্র উদ্ধার

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৩:৪৩:০৯
আত্মীয়ের বাসা থেকে সাবেক আইজিপির দুই বস্তা নথিপত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) পুলিশ বাহিনীর সাবেক আইজি এ কে এম শহিদুল হকের লুকিয়ে রাখা দুটি বস্তা নথিপত্র উদ্ধার করেছে। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত চলা এক অভিযানেই এসব নথিপত্র উদ্ধার করা হয়।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানিয়েছেন, শহিদুল হক অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে দুদক একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। অনুসন্ধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদক জানতে পারে, শহিদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত দুটি বস্তা নথিপত্র তার এক আত্মীয়ের কাছে পাঠিয়েছেন। ওই আত্মীয় পরে নথিপত্রগুলো আরেক আত্মীয়ের বাসায় গোপনে পাঠিয়ে দেন।

মঙ্গলবার রাতে শুরু হওয়া তল্লাশি অভিযানে দুদকের পাঁচ সদস্যের একটি টিম, যার নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক রাকিবুল হায়াত, নথিপত্র দুটি উদ্ধার করে।

এ সময় উদ্ধার করা হয় ৩৮ ধরনের ৪৮টি আলামত, যার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ সম্পদের দলিল, গোপন চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব এটর্নি, বন্ড, ব্যাংক হিসাব বিবরণী, এফডি আরের ছায়ালিপি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি।

এখন দুদক এসব নথিপত্র বিশ্লেষণ করে শহিদুল হকের অবৈধ সম্পদ সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধার করার চেষ্টা করছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে