ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

লিফলেট বিতরণকারী সেই শিক্ষা কর্মকর্তা রিমান্ডে

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৭:১৫:০৮
লিফলেট বিতরণকারী সেই শিক্ষা কর্মকর্তা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া কলেজ শিক্ষক মুকিব মিয়া এবং চার যুবলীগ নেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই গ্রেপ্তার অভিযানের পেছনে অভিযোগ হল, আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণ করেছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ, স্লোগান এবং মিছিলের মাধ্যমে তাদের নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন, যা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রের ক্ষতি সাধনের উদ্দেশ্যে করা হয়েছে।

এ ছাড়া, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের সদস্য কপিল হালদার সজল, মতিঝিল থানা যুবলীগের সদস্য কে এম সাইফুল খান, ফতুল্লা থানা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ হাফিজ এবং হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সালাম লাভলু রয়েছেন। তাদের গ্রেপ্তার করা হয় ৩ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ঢাকার মিরপুর এলাকা থেকে। ৪ ফেব্রুয়ারি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলার তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কে এম রেজাউল করিম তাদের রিমান্ডে পাঠানোর জন্য আবেদন করেছিলেন।

তবে, আসামিরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে, এবং তাদের মতে তারা কোনো অবৈধ কার্যক্রমে যুক্ত ছিলেন না।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে