ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে ডা.জাহিদের মন্তব্য

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১২:৫১:০৪
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে ডা.জাহিদের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ আপডেট দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।”

তিনি আরও বলেন, “লন্ডনের চিকিৎসকরা যেদিন খালেদা জিয়াকে দেশে ফেরার উপযোগী মনে করবেন, সেদিনই তিনি দেশে ফিরবেন। তবে, এখন পর্যন্ত তার দেশে ফেরার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই।”

এছাড়া, ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার চিকিৎসা তার বাসাতেই চলছে, এবং মাঝে মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। তিনি বলেন, “চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।”

এ সময়ে, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান এবং তিন নাতনী ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তার যত্ন নিচ্ছেন, বলেও জানান ডা. জাহিদ।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে