ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজার সংস্কার: নতুন সুপারিশে আসছে বড় পরিবর্তন

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৫:৫৫:১৭
শেয়ারবাজার সংস্কার: নতুন সুপারিশে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স কমিশনের নিকট মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস সংস্কারের বিষয়ে খসড়া সুপারিশ পেশ করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসি’র জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ারবাজার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএসইসি গঠিত শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স সোমবার (১০ ফেব্রুয়ারি) কমিশনের কাছে মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০০১ এবং মার্জিন রুলস, ১৯৯৯ এর যুগোপযোগীকরণের বিষয়ে খসড়া সুপারিশ পেশ করেছে।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখের উপস্থিতিতে টাস্কফোর্স কমিশনের কাছে সুপারিশগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

এসময় টাস্কফোর্সের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) সিইও কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

এসময় সকলে একমত হন যে, টাস্কফোর্সের সুপারিশের মাধ্যমে দেশের শেয়ারবাজার সংস্কারের প্রক্রিয়া আরও গতিশীল হবে। শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স ১৭টি কার্যপরিধি নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও সুপারিশ আসবে বলে আশা করা হচ্ছে। এসব সুপারিশের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের শেয়ারবাজার টেকসই উন্নয়ন ও সংস্কার নিশ্চিত হবে।

বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজার সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করবে। পর্যালোচনা ও পরিকল্পনা অনুযায়ী, টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০২৪ তারিখে বিএসইসি পাঁচ সদস্যের একটি বিশেষ শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে, যা শেয়ারবাজার উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে