ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত শিগগিরই : আসিফ মাহমুদ

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৮:২৯:৩৬
আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত শিগগিরই : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘ঐকমত্য’ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, এটি অত্যন্ত ইতিবাচক যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হয়েছে, কারণ দেশের মানুষ ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি। ৫ আগস্টের পরে জনগণের মধ্যে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়ার ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল—সবাই বাংলাদেশের জনগণকে ‘রিপ্রেজেন্ট’ করে। ৫ আগস্টের পর জনগণের আকাঙ্ক্ষা ও চাওয়া নিয়ে সরকার কাজ করবে। তিনি বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলার বিষয়টি সাধুবাদ জানান।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া সম্পর্কে আসিফ মাহমুদ জানান, বিচারিক প্রক্রিয়া ছাড়াও ৪টি আইন রয়েছে, যার মাধ্যমে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এই আইনি কাঠামো কী হবে, সে বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি।

তিনি আরও বলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই-আগস্টের গণহত্যার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হতে পারে, তাই সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা কিংবা নিবন্ধন বাতিল করা হতে পারে। তবে, বিষয়টি আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, তাই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে।

সাকিব

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে