ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

হাসনাত, আসিফ ও সারজিসের সাথে একমত হলেন আজহারী

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১০:৫৪:৫০
হাসনাত, আসিফ ও সারজিসের সাথে একমত হলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক : ৭ ফেব্রুয়ারি, ২০২৫-এ মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার স্ট্যাটাসে তিনি লেখেন, "মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation"।

এটি প্রকাশের কিছুক্ষণ পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একই ধরণের পোস্ট দেন। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে হ্যাশট্যাগ দিয়ে “rebuildBangladesh” লেখেন। এই পোস্টের এক মিনিটের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুকে “Let's move on Bangladesh, Let's Rebuild Bangladesh” লিখে পোস্ট করেন। এর পরবর্তী সময়ে, সারজিস আলমও একই রকমের স্ট্যাটাস দেন "Let's Rebuild Bangladesh"।

এই স্ট্যাটাসগুলি সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও মন্তব্যের জন্ম দেয়। নেটিজেনরা তাদের মতামত প্রদান করেছেন, কিছুজন এই বার্তা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন, যেমন "তরুণ প্রজন্মই নতুন বাংলাদেশ গড়বে", আবার কিছুজন আরও কিছুক্ষেত্রে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যেমন দ্রব্যমূল্য সিন্ডিকেট, চাঁদাবাজি, দুর্নীতি ইত্যাদি বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপের অভাবের কথা উল্লেখ করেছেন।

এছাড়া, মিজানুর রহমান আজহারী যেভাবে মবোক্রেসি বা জনতার দ্বারা আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন, তারও যথেষ্ট গুরুত্ব পাওয়া গেছে।

এমএইচআর

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে