ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

মারধর ও লুটের ঘটনায় ৭ বছর পর মামলা, ১৫ দিনে আপস

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ২১:৪৭:৪০
মারধর ও লুটের ঘটনায় ৭ বছর পর মামলা, ১৫ দিনে আপস

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেত্রী তাহমিনা আক্তার রিপার স্বামী রফিকুল ইসলামের ওপর হামলা ও তার মুদির দোকান থেকে ২৭ লাখ টাকা লুটের ঘটনায় ৭ বছর পর মামলা করা হয়েছে। ৪ জানুয়ারি নান্দাইল থানায় এই মামলা দায়ের করা হয়, তবে ১৫ দিন পরই বাদী রফিকুল ইসলাম আপসনামা দাখিল করেছেন।

২০১৮ সালের ২২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় বিএনপি প্রার্থী খুররম খান চৌধুরীর পক্ষে ব্যানার ও পোস্টার লাগাচ্ছিলেন তাহমিনা আক্তার রিপা। এ সময় আওয়ামী লীগ সমর্থকরা বাধা দিলে রিপার স্বামী রফিকুল ইসলামকে মারধর করেন এবং তার মুদির দোকান ভাঙচুর করে ২৭ লাখ টাকা লুট করে নেয়। আহত রফিকুল ইসলাম দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিলেও তখন মামলা করেননি।

এ বছরের ৪ জানুয়ারি রফিকুল ইসলাম নান্দাইল থানায় মামলা করেন। মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ জুয়েলসহ ১৬ জনকে আসামি করা হয় এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে ১৫ দিন পর বাদী আপসনামা দাখিল করেন, ফলে অভিযুক্তরা জামিন পান। রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর চাপের কারণে তিনি আপস করতে রাজি হয়েছেন এবং কোনো টাকা গ্রহণ করেননি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে, এবং স্থানীয়রা মনে করছেন, এটি পারিবারিক বিরোধের ফলশ্রুতি হতে পারে। নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানিয়েছেন, মামলায় আপসনামা গ্রহণযোগ্য নয় এবং পরবর্তী প্রক্রিয়া মেডিক্যাল রিপোর্টের ওপর নির্ভর করবে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে