ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

সারজিস আলমের পাশে বোরকা পরিহিত ছবিটি নিয়ে যা জানা গেল

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:০৩:০১
সারজিস আলমের পাশে বোরকা পরিহিত ছবিটি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি, বিটিভি ভবনের সামনে দাঁড়িয়ে সারজিস আলমের পাশে বোরকা পরিহিত এক নারীর ছবিটি ভাইরাল হয়েছে, দাবি করা হচ্ছে এটি সারজিস দম্পতির ছবি। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে যে, ছবিটি আসলে সম্পাদিত (এডিটেড)।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিটিভি ভবনের সামনে সারজিস আলমের সঙ্গে দাঁড়িয়ে থাকা ওই নারীর ছবিটি আসলে সারজিস আলমের এক পুরনো ছবি এবং একটি অজ্ঞাত নারীর ছবি সংযুক্ত করে তৈরি করা হয়েছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে এই ছবির একটি মূল সংস্করণ পাওয়া গেছে, যেখানে সারজিস আলমের পাশে কোনো নারী ছিলেন না।

এছাড়া, সারজিস আলমের বিয়ের ছবি সম্পর্কে আরও তথ্য অনুসন্ধান করলে জানা যায়, তার স্ত্রীর নাম শারমিন আক্তার রাইতা। তিনি কুরআনের হাফেজা এবং পর্দা মেনে চলেন, তাই তার ছবি বা পরিচয় কখনও প্রকাশ করা হয়নি।

অতএব, সারজিস দম্পতির সম্পাদিত ছবিটি ভুয়া, এবং এটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে