ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

নির্বাচনে আ'লীগের অংশগ্রহণ নিয়ে জামায়াত আমিরের নতুন বার্তা

২০২৫ জানুয়ারি ২২ ১২:৪৮:৫১
নির্বাচনে আ'লীগের অংশগ্রহণ নিয়ে জামায়াত আমিরের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, তা জনগণই নির্ধারণ করবে। তিনি বলেন, 'গণহত্যাকারি আওয়ামী লীগের আগে গণহত্যার বিচার হোক।' জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, রাজনীতি যদি গণহত্যার উপর ভিত্তি করে চলে, তাহলে তা বাংলাদেশের জনগণ কখনোই সহ্য করবে না। বরং, যদি রাজনীতি জনকল্যাণের উদ্দেশ্যে হয়, তবে দেশের জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।

শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে যে, তারা একটি রাজনৈতিক দল নয় বরং একটি 'গণহত্যাকারী দল'। তিনি উল্লেখ করেন, ইনসাফ ও মানবিক বাংলাদেশ গঠনের জন্য দেশের জনগণ এই ধরনের শক্তির বিরুদ্ধে আন্দোলন করবে। জামায়াত দাবি করছে, চাঁদাবাজ, দখলকারি, লুটপাটকারী দলগুলো আর এই দেশে মাথা তুলতে পারবে না।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে