ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

২০২৫ জানুয়ারি ২০ ১৭:৩৪:০৭
অন্তর্বর্তী সরকারের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন ২০ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা সফরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই সমর্থন প্রকাশ করেন এবং বাংলাদেশে উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তার প্রস্তুতির কথা বলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা চলমান সংস্কার প্রচেষ্টা, রাজনৈতিক ঐকমত্য এবং আগামী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেন। তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐকমত্য পাওয়ার আশা করছেন এবং এ বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জ থাকার পরও প্রক্রিয়াটি শুরু হয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং সাংবাদিক গ্রেফতারের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে প্রধান উপদেষ্টা সরকারের ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধান এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস যুক্তরাষ্ট্রকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর জন্য সহায়তা কামনা করেন।

এছাড়া, বাংলাদেশের পোশাক শিল্পের আরও সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্র থেকে অধিক পোশাক আমদানির আহ্বান জানানো হয়, যা যুক্তরাষ্ট্রের তুলা আমদানির পরিমাণ বাড়াবে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে