ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

আরজি কর-কাণ্ডে অভিযুক্তর আমৃত্যু কারাদণ্ড

২০২৫ জানুয়ারি ২০ ১৬:৫২:৩০
আরজি কর-কাণ্ডে অভিযুক্তর আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ভারতের আরজি কর মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন শিয়ালদহ আদালত। অনেকেই আশা করেছিলেন ফাঁসির সাজা ঘোষণা করা হবে, কিন্তু আদালত তার পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

সঞ্জয় রায়কে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে: ধর্ষণ, খুন এবং এমন আঘাত যা মৃত্যু ঘটাতে পারে।আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, জরিমানা এবং আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছে।

রাষ্ট্র নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে, যদিও পরিবারের সদস্যরা তা নিতে অস্বীকার করেছেন।

আদালতে সঞ্জয় রায় দাবি করেন, এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন।নিহত চিকিৎসকের পরিবারও সঞ্জয়ের ফাঁসি দাবি করেছে।

এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার জন্য আবেদন জানায়।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে