ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

ক্রেতা উধাও পাঁচ কোম্পানির শেয়ারের

২০২৫ জানুয়ারি ২০ ১২:৩০:২২
ক্রেতা উধাও পাঁচ কোম্পানির শেয়ারের

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের প্রথমভাগে ৫টি কোম্পানির শেয়ার বিক্রেতাহীন হয়ে যায়। কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় এগুলোর শেয়ার দিনের সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়।

কোম্পানিগুলো হলো- দুলামিয়া কটন, সাপোর্ট, মুন্নু সিরামিক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও কোহিনূর কেমিক্যাল কোম্পানি।

দুলামিয়া কটন

দুলামিয়া কটনের আগের দিন ক্লোজিং দর ছিল ৭৪ টাকা ২০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ৭৮ টাকায়। লেনদেনের প্রথম ভাগে শেয়ারটির দাম ৮১ টাকা ৬০ পয়সায় হল্টেড হয়ে যায়। এদিন শেয়ারটির দাম বাড়ে ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। বেলা সোয়া ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৮ লাখ ১০ হাজারের বেশি শেয়ার।

মুন্নু সিরামিক

মুন্নু সিরামিকের আগের দিন ক্লোজিং দর ছিল ৭৩ টাকা ৩০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ৭৪ টাকা ৪০ পয়সায়। বেলা সোয়া ১২টায় শেয়ারটি ৮১ টাকায় লেনদেন হয়ে হল্টেড হয়ে যায়। এদিন শেয়ারটির দাম বৃদ্ধি পায় ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ। বেলা সোয়া ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৬ লাখ ৫৪ হাজারের বেশি শেয়ার।

সাপোর্ট

সাপোর্টের শেয়ারের ক্লোজিং দর ছিল আগের দিন ২০ টাকা ২০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ২০ টাকা ২০ পয়সায়। লেনদেনের প্রথম ভাগে শেয়ারটির দাম ২২ টাকা ২০ পয়সায় হল্টেড হয়ে যায়। এদিন শেয়ারটির দাম বাড়ে ৩ টাকা বা ৯.৯০ শতাংশ। বেলা সোয়া ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৮ লাখ ১০হাজারের বেশি শেয়ার।

খুলনা প্রিন্টিং

খুলনা প্রিন্টিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল আগের দিন ১৮ টাকা ৮০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ২০ টাকায়। লেনদেনের শুরুতেই শেয়ারটির দাম ২০ টাকা ৬০ পয়সায় হল্টেড হয়ে যায়। এদিন শেয়ারটির দাম বৃদ্ধি পায় ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫৭ শতাংশ। বেলা সোয়া ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩ লাখ ৫৪ হাজারের বেশি শেয়ার।

কোহিনূর কেমিক্যাল

কোহিনূর কেমিক্যালের আগের দিন ক্লোজিং দর ছিল ৫৩৩ টাকা ৯০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ৫৪৫ টাকা ২০ পয়সায়। লেনদেনের এক পর্যায়ে শেয়ারটির দাম ৫৭৩ টাকা ৯০ পয়সায় হল্টেড হয়ে যায়। এদিন শেয়ারটির দাম বৃদ্ধি পায় ৪০ টাকা বা ৭.৪৩ শতাংশ। বেলা সোয়া ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ১ লাখ ৪৬ হাজারের বেশি শেয়ার।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে