ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

সারজিস আলমের পাসপোর্ট জব্দের খবর গুজব, সেনাবাহিনী দিয়েছে বিবৃতি

২০২৫ জানুয়ারি ১৫ ১২:৩২:৪৭
সারজিস আলমের পাসপোর্ট জব্দের খবর গুজব, সেনাবাহিনী দিয়েছে বিবৃতি

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে ইউরোপে যাওয়ার প্রস্তুতি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানায়, ১২ জানুয়ারি একটি ব্লগ সাইটে 'সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, সেনাবাহিনী একটি গোপন অভিযানে সারজিস আলমসহ আরও ৪৪ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। এতে আরও বলা হয় যে, এই ব্যক্তিরা অবৈধ উপায়ে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

তবে, এই প্রতিবেদনটি মূলধারার সংবাদ মাধ্যম বা জাতীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়নি। সারজিস আলম বা অন্য কোনো ব্যক্তি থেকেও সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এছাড়া, বিষয়টি যাচাই করার জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এটিকে "মিথ্যা সংবাদ" হিসেবে চিহ্নিত করেছে।

এরপর, রিউমর স্ক্যানারও এটিকে ভুয়া খবর হিসেবে ঘোষণা করেছে এবং সংবাদটির কোনো ভিত্তি নেই বলে জানায়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে