ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে দাবানল ঠেকাতে আজান দেওয়ার দাবি, যা জানা গেল

২০২৫ জানুয়ারি ১৪ ১০:১১:৫৭
যুক্তরাষ্ট্রে দাবানল ঠেকাতে আজান দেওয়ার দাবি, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, "আগুন নিভাতে আজান দেওয়া হচ্ছে"। তবে এই দাবি মিথ্যা। ফ্যাক্টচেক অনুসারে, এই ভিডিওটি ২০২২ সালের, পাকিস্তানের করাচির একটি সুপারমার্কেটের সামনে ধারণ করা। সেখানে একটি সুপারমার্কেটে আগুন লাগলে আজান দেওয়া হয়, এবং ভিডিওটি সেই ঘটনার।

এর মধ্যে কিছু এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পুনরায় প্রচার করা হয় এবং তার সঙ্গে যুক্ত করা হয় ক্যালিফোর্নিয়ার দাবানলের ঘটনা, যা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এই ভিডিওটি আসলে দুই বছর আগে পাকিস্তানে ধারণ করা হয়েছিল এবং তা এখন ভুলভাবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল সম্পর্কিত বলে প্রচার করা হচ্ছে।

তাহলে, এই ভিডিওটি ক্যালিফোর্নিয়ার দাবানলের সঙ্গে সম্পর্কিত নয়।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে