ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিপিএলের ১১তম আসরের পর্দা উঠছে সোমবার

২০২৪ ডিসেম্বর ২৯ ১১:৫২:১৩
বিপিএলের ১১তম আসরের পর্দা উঠছে সোমবার

ক্রীড়া ডেস্ক : একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের ১১তম আসরের পর্দা উঠছে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর)। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।

এদিন দুপুর দেড়টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম দিনে হবে দুটি ম্যাচ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এবারের বিপিএলে ৭ দলের অংশগ্রহণে মোট ৪৬ ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের খেলা। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দুবার।

গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লে-অফ। এই পর্বে হবে ৩টি ম্যাচ; কোয়ালিফায়ার-১, ইলিমিনেটর ও কোয়ালিফায়ার-২।

টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে ইলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার- ১ এ হেরে যাওয়া দলের। আগের বাক্যে উল্লেখিত দল দুটির মধ্যকার কোয়ালিফায়ার-২ এ যে দল জিতবে দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি শেরে বাংলা স্টেডিয়ামে।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে