ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

চারদিনে শার্প ইন্ডাস্ট্রিজের দাম বেড়েছে ৪৯ কোটি টাকা

২০২৪ ডিসেম্বর ২৮ ১৯:৪৮:০৪
চারদিনে শার্প ইন্ডাস্ট্রিজের দাম বেড়েছে ৪৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দাম বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষ অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার ব্যাপক আগ্রহের সৃষ্টি করায় এর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম ১৬.৯৩ শতাংশ বেড়েছে, যার টাকার অঙ্কে প্রতিটি শেয়ার ৩ টাকা ২০ পয়সা বেড়ে ২২ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। যা আগের সপ্তাহের ১৮ টাকা ৯০ পয়সা থেকে বেশি। এর ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম মোট ৪৯ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকা বৃদ্ধি হয়েছে।

তবে কোম্পানিটির শেয়ার দাম বাড়লেও এটি ‘জেড’ গ্রুপের শেয়ার। যেটি গত কয়েক বছরে ডিভিডেন্ড সঠিকভাবে বিতরণ না করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ গ্রুপে নিয়ে গেছে। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা ২০২৩ সালে ছিল ৫ শতাংশ।

বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকায়, গত সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হয়েছে মাত্র ৪ দিন। এই চারদিনেই শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে