ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না’

২০২৪ ডিসেম্বর ২০ ১৮:৪৪:৩৬
‘আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না’

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, লড়াই আরও দীর্ঘ সময় হবে তারপরেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না। কারণ আওয়ামী লীগ রাজনীতির নামে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা আমি যতদিন বেঁচে আছি ততদিন বলব। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে না। কারণ যখন তারা আন্দোলন করেছেন তখন তারা স্লোগান দিয়েছিলেন যত গুলি কর তোদের ক্ষমতায় থাকতে দিব না।

তিনি আরও বলেন, এই দেশের মানুষ এখনো কাউকে ভয় পায় না। যেদিন ভয় কাটিয়ে উঠতে পেরেছে, সেদিন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যারা ভোট ডাকাতি করেছে, কেন্দ্র দখল করেছে, তারা কেউ এখন এলাকায় নেই। কারণ, মানুষের ভয় কেটে গেছে, মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে।

আবদুল হান্নান মাসউদ বলেন, বাংলাদেশে আওয়ামীলীগ রাজনীতি করতে পারবে না, তারা রাজনীতির নামে সহিংসতা করেছে একই সাথে যারা শহীদ পরিবার আছেন এবং যারা ভুক্তভোগী এবং দেশের সাধারণ জনগণ তারাও একই কথা বলবেন। আওয়ামীলীগ রাজনীতি করতে পারবেনা তারা রাজনীতির নামে হত্যাযজ্ঞ চালিয়েছেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে