ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকা-দিল্লি সচিব পর্যায়ের বৈঠক আগামী সপ্তাহে

২০২৪ ডিসেম্বর ০৫ ০৯:৩৫:১১
ঢাকা-দিল্লি সচিব পর্যায়ের বৈঠক আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্রসচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আগামী ৯ বা ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঐ বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এটা অত্যন্ত স্পষ্ট যে, আমরা (ভারতের সঙ্গে) সুসম্পর্ক চাই। এক্ষেত্রে উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং এজন্য কাজ করা উচিত।

তিনি বলেন, ১০ ডিসেম্বর এফওসির জন্য নির্ধারিত থাকলেও এটি একদিন আগে ৯ ডিসেম্বরও অনুষ্ঠিত হতে পারে। এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

জানা যায়, বিক্রম মিশ্রির ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনা, রাজনৈতিক বোঝাপড়া, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য, ভিসার জট খোলা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, ভারত থেকে নিত্যপণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা সরানোসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ জোর দিতে পারে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হয়।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে