ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেন দুই সংস্কার কমিশন

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৫:২৫:৩৯
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলেন দুই সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক : আজ, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, দুই সংস্কার কমিশনের প্রধান - জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান শাহ আবু নাঈম মমিনুর রহমান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের কমিশনের প্রতিবেদন জমা দিয়েছেন।

এ বিষয়ে আগেই জানানো হয়েছিল যে, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনটি শতাধিক সুপারিশ নিয়ে প্রস্তুত হয়েছে। গতকাল, কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন যে, তারা বিভিন্ন জেলা এবং উপজেলায় গিয়ে জনমত সংগ্রহ করেছেন, যার মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

কমিশনের কাজ শেষ হলেও তাদের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, তবে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই প্রতিবেদনটি জমা দেওয়া হলো।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে