ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

প্রশাসনে রদবদল, একজনকে ওএসডি

২০২৪ ডিসেম্বর ০৪ ১৯:০৫:৫০
প্রশাসনে রদবদল, একজনকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনে দুজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ওএসডি একজন অতিরিক্ত সচিবকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মহাপরিচালক (ডিজি) হিসাবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে একজন সচিবকে ওএসডি করা হয়েছে।

এছাড়াও রাঙামাটি জেলায় নতুন ডিসি নিয়োগ এবং তিনজন উপসচিবের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

জারি করা আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৩ ব্যাচের একজন বঞ্চিত কর্মকর্তা। ৫ আগস্টের আগপর্যন্ত তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

অপর এক আদেশে, ওএসডি থাকা অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের ডিজি হিসেবে পদায়ন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পাবলিক প্রাইভেট পার্টনাশিপ (পিপিপি) কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে।

আলাদা আদেশে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমকে ওএসডি করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব মো. সাজেদুর রহমানকে পরিচালক হিসেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদকে মহাপরিচালক (ডিজি) হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে।

অন্য এক আদেশে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ডিসি হিসেবে রাঙ্গামাটি জেলায় পদায়ন করা হয়েছে। এর আগে রাঙ্গামাটি জেলায় উপসচিব ইসরাত ফারজানাকে নিয়োগ দেয়া হয়েছিল। তার সেই নিয়োগ বাতিল করা হয়েছে।

ভিন্ন এক আদেশে, ওএসডি থাকা উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, সিভিল অফিসার্স ট্রেইনিং একাডেমির পরিচালক গাজী তারিক সালমানকে পরিকল্পনা কমিশনে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সালাহ উদ্দিনকে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে