ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

৫ দিন ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

২০২৪ ডিসেম্বর ০৪ ১৮:১৮:৫৯
৫ দিন ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক : ডাচ-বাংলা ব্যাংক জানিয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যারের আপগ্রেডেশন কাজের জন্য ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ব্যাংকটির সব ধরনের লেনদেন ও কার্যক্রম বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সফটওয়্যারের আপগ্রেডেশন কার্যক্রম সম্পন্ন করতে এই সময়ের মধ্যে ব্যাংকের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এর জন্য ডাচ-বাংলা ব্যাংকের আবেদন মঞ্জুর করে ৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই অনুমোদন প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকটি সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখবে, এবং কেন্দ্রীয় ব্যাংক এর আবেদন অনুযায়ী এই বিরতি মঞ্জুর করা হয়েছে।

এটি ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী অনুমোদিত হয়েছে বলে জানানো হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে