ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আজ আসছে ৪৭ কোম্পানর ইপিএস

২০২৪ নভেম্বর ১৩ ১০:৩৫:০৯
আজ আসছে ৪৭ কোম্পানর ইপিএস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৭ কোম্পানির ইপিএস প্রকাশ সংক্রান্ত বোর্ড সভা আজ বুধবার (১৩ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলার বিকাল আড়াইটায়, বিবিএস কেবলসের বিকাল আড়াইটায়, রানার অটোমোবাইলসের বিকাল ২.৩৫টায়, কোহিনুর কেমিক্যালের বিকাল ৩টায়, ইফাদ অটোসের বিকাল ৩টায়, ওরিয়ন ইনফিউশনের বিকাল ৩টায়, সালভো কেমিক্যালের বিকাল ৩টায়, জেমিনি সী ফুডের বিকাল ৩টায়, ডরিন পাওয়ারের বিকাল ৩টায়, আর্গন ডেনিমসের বিকাল ৩টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের বিকাল ৩টায়, মেট্রো স্পিনিংয়ের বিকাল ৩টায়, ফার্মা এইডসের বিকাল ৩টায়, রহিমা ফুডের বিকাল ৩টায়, রেনেটার বিকাল ৩টায়, অ্যাডভেন্ট ফার্মার বিকাল ৩টায়, ফারইস্ট নিটিংয়ের বিকাল সাড়ে ৩টায়, সিভিও পেট্রোকেমিক্যালের বিকাল সাড়ে ৩টায়, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের বিকার সাড়ে ৩টায়, একমি ল্যাবরেটরিজের বিকাল সাড়ে ৩টায়, ডমিনেজ স্টিলের বিকাল সাড়ে ৩টায়, অলিম্পিক এক্সেসরিজের বিকাল সাড়ে ৩টায়, আমান ফিডের বিকার ৪টায়, বেক্সিমকো ফার্মার বিকাল ৪টায়, জেনেক্স ইনফোসিসের বিকাল ৪টায়, কুইন সাউথ টেক্সটাইলের বিকাল ৪টায়, শাহজিবাজার পাওয়ারের বিকাল ৪টায়, হামিদ ফেব্রিক্সের বিকাল ৪টায়, ইনটেক অনলাইনের বিকাল ৪টায়, ওরিয়ন ফার্মার বিকাল ৪টায়, বেঙ্গল উইন্ডসোরের বিকাল ৪টায়, পেনিনসুলা চিটাগংয়ের বিকাল ৪টায়, বিবিএসের বিকাল ৪টায়, ইউনাইটেড পাওয়ারের বিকাল ৪.১৫টায়, সিলভা ফার্মার বিকাল সাড়ে ৪টায়, মতিন স্পিনিংয়ের বিকাল সাড়ে ৪টায়, আমান কটন ফাইব্রার্সের বিকাল সাড়ে ৪টায়, ইভিন্স টেক্সটাইলের বিকাল সাড়ে ৪টায়, ফরচুন সুজের বিকাল ৫টায়, তশরিফা ইন্ডাস্ট্রিজের বিকাল ৫টায়, বেক্সিমকো লিমিটেডের বিকাল ৫টায়, ডেসকো বিকাল ৫টায়, হা-ওয়েল টেক্সটাইলের বিকাল ৫টায়, নাহি অ্যালুমিনিয়ামের বিকাল ৫টায়, শাইনপুকুর সিরামিকের সন্ধ্যা ৬টায়, তিতাস গ্যাসের সন্ধ্যা ৬টায় এবং কপারটেকের বোর্ড সভা সন্ধ্যা সোয়া ৬টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর বোর্ড সভায় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ইপিএস প্রকাশ করা হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে