ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
Sharenews24

কাদেরের স্ত্রীর চালক আতিক চড়েন ল্যান্ড ক্রুজারে

২০২৪ অক্টোবর ০৫ ১০:০৮:১৬
কাদেরের স্ত্রীর চালক আতিক চড়েন ল্যান্ড ক্রুজারে

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নেও যা কোনো দিন কল্পনা করেননি আতিকুর রহমান। তবে মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালক হয়ে কোটিপতি বনে যান মানিকগঞ্জের সিংগাইরের আতিকুর রহমান। কিন্তু কিভাবে আতিক এতো অর্থ সম্পদের মালিক হলেন তা নিয়ে চলছে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা।

সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালাতেন আতিকুর। সরকারি গাড়িচালক হলেও নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইরে কোটি টাকার বিলাশবহুল গাড়ি রয়েছে তার। ঢাকায়ও একাধিক ফ্ল্যাট, বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আতিক চড়েন আড়াই কোটি টাকার ল্যান্ড ক্রুজারে।

স্থানীয়রা জানান, একসময় পরিবারের সঙ্গে চারচালা ঘরে থাকতেন আতিক। সপ্তম শ্রেণিতে পড়াকালীন ড্রাইভিং পেশায় সম্পৃক্ত হন। প্রথমে নিজ এলাকায় বেবিট্যাক্সি চালাতেন। পরে ঢাকায় এসে সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়িচালক হিসেবে যোগ দেন। কাজের ফাঁকে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর প্রাইভেটকার চালাতেন। সেই সূত্রে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে অর্থ কামিয়ে হয়ে উঠেন বিত্তশালী।

অভিযোগ রয়েছে, করোনাকালে ঢাকায় ইটভর্তি ট্রাক প্রবেশে বিধি- নিষেধ থাকলেও মন্ত্রী ও তার স্ত্রীর প্রভাব দেখিয়ে কাজ করতেন আতিক। সেক্ষেত্রে গাড়িপ্রতি নিতেন ৫ হাজার টাকা। এর ফলে ইট-ভাটার মালিকরাও তার শরণাপন্ন হতেন। আবার নিজেও সেতুমন্ত্রীর প্রভাব খাটিয়ে ঢাকায় ইট সাপ্লাই করতেন।

আতিকের প্রতিবেশী থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম খান রতন বলেন, আতিক ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে বাড়ি আসতেন। সামান্য একজন ড্রাইভারের এমন ঘটনা দেখে আমরা বলতাম এটা কি করে সম্ভব। আওয়ামী লীগ নেতারাও তার বাড়িতে দাওয়াত খেত। প্রভাব খাটিয়ে আত্মীয়-স্বজনকে রোডস অ্যান্ড হাইওয়েতে চাকরি দিয়েছেন। আতিক এতো অর্থ সম্পদের মালিক কিভাবে হয়েছে তা তদন্ত করলে আসল রহস্য পাওয়া যাবে।

এ বিষয়ে কথা বলতে আতিকের সেই বিলাসবহুল বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার মা ছাহেলা খাতুন বলেন, আমার ছেলে সরকারি গাড়ি চালায়। ঢাকায় দুটি দোকান আছে, পার্টনারে ব্যবসা করে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে