ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাবির নতুন প্রক্টর সাইফুদ্দিন আহমদ

২০২৪ আগস্ট ২৮ ২০:৩৯:১৭
ঢাবির নতুন প্রক্টর সাইফুদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই নিয়োগ প্রদান করেন।

এর আগে, গত ৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান।

সরকার পতনের পর চলতি মাসের ৯ আগস্ট অধ্যাপক মাকসুদ পুরো প্রক্টরিয়াল বডি সহ পদত্যাগ করেন।

বিধিমালা অনুযায়ী, প্রক্টর হলেন আবাসিক হলের বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেকোনো জায়গায় শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়োজিত কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে একজনকে এ পদে নিয়োগ দেন উপাচার্য। তাকে সহযোগিতা করার জন্য থাকেন প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রক্টর।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে