ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘যেখানেই হাত দিই অনিয়ম ও দুর্নীতি’

২০২৪ আগস্ট ২৮ ১৮:১০:৫১
‘যেখানেই হাত দিই অনিয়ম ও দুর্নীতি’

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ জ্বালানি খাতের যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই অনিয়ম ও দুর্নীতি পাওয়া যাচ্ছে।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর পেট্রোবাংলার সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, যারা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত তাদের ছাড় কাউকে দেওয়া হবে না। তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, এই খাতে স্বচ্ছতা আনা হবে। বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের কোম্পানিগুলো পুনর্গঠন করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোনো সচিব এই খাতের কোনো কোম্পানির চেয়ারম্যান থাকতে পারবেন না। অচিরেই বদলে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী নিজের সম্পদের হিসাব দেব। তারপর সংস্থা প্রধানদের সম্পদের হিসাব দিতে হবে।

এসময় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে ফাওজুল কবির খান বলেন, বেশি বেশি পাওয়ার প্ল্যান্ট আর বেশি দামে জ্বালানি কেনা নয়, সাধারণ মানুষের সেবা কতটা নিশ্চিত হলো, তার প্রতি গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে