ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি-মহাসচিবের পদত্যাগ

২০২৪ আগস্ট ২৭ ২৩:০৩:৫০
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি-মহাসচিবের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল-উল আলম চৌধুরী (পারভেজ) এবং মহাসচিব মোল্লা মো. আবু কাওছার পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে সংগঠনটির ফেসবুক গ্রুপে আনোয়ারুল-উল আলম চৌধুরী পারভেজ জানান, তিনি নতুন উপাচার্যের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে স্বাগত জানিয়েছেন। এরপর তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করার আগ্রহের কথা উপাচার্যকে অবহিত করেন। একইসঙ্গে মহাসচিবের পদত্যাগের কথাও জানান। নতুন উপাচার্য তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেন।

ফেসবুক গ্রপে তিনি আরও জানান, তিনি পদত্যাগপত্রের সংগে সংগঠনের এফডিআর ও ব্যাংক ব্যালেন্স সংযুক্ত করেছেন।

৪৩ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা পদত্যাগ করতে চান করতে পারেন এবং যারা থাকতে চান থাকতে পারেন। আমি কাউকে চাপ দিতে চাই না।’

ম্যাসেঞ্জারগ্রুপে আনোয়ারুল-উল আলম চৌধুরী-পারভেজের লেখাটি নিচে হুবহু তুলে ধরা হলো-

“Today I had talked to new Vice chancellor and congratulate him . After that I had showed my desire to resign from the post of DUAA presidency . Also informed him GS would like to resign from DUAA . He had accepted our resignation.

I also enclose the present FDR and bank balance of DUAA. Those who would like to resign can do and who would like to stay can stay. I don’t want to press any one.”

উল্লেখ্য, ২০২২-২৫ সেশনের ৪৩ কমিটিতে সভাপতি পদে আনোয়ারুল-উল আলম চৌধুরী (পারভেজ) এবং মহাসচিব পদে মোল্লা মো. আবু কাওছার নির্বাচিত হন।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন শাইখ সিরাজ, সেলিনা খাতুন, মো. নূর আলী এবং আশরাফুল হক মুকুল।

কোষাধ্যক্ষ পদে মাহবুব হোসাইন, যুগ্ম মহাসচিব পদে সুভাষ চন্দ্র সিংহ রায় এবং এ. কে. এম. আফজালুর রহমান বাবু নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিত হন- সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জহুরা বেগম, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার ও প্রচারণা সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ, দপ্তর সম্পাদক শরীফুর রহমান, আইন সম্পাদক ড. মো. শাহজাহান, সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম জাহান, বিনোদন সম্পাদক মো. নাসির উদ্দিন মাহমুদ এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক তাপস চন্দ্র পাল।

সদস্য পদে নির্বাচিত হন- এ কাদের আজাদ, রঞ্জন কর্মকার, দেওয়ান রাশিদুল হাসান, আরোমা দত্ত, বেনজির আহমেদ, শামসুজ্জামান দুদু, আফজাল হোসেন, নাসের শাহরিয়ার জাহেদী, মাহবুবুর রহমান, আতাউর রহমান প্রধান, ডা. আবদুল কাউয়ুম লস্কর, শহিদুল ইসলাম নিরু, মাহফুজা রহমান চৌধুরী, আল-মামুন, ইয়াসমিন সুলতানা, নাগিবুল ইসলাম দিপু, সালেহা খাতুন স্নিগ্ধা, নাদিরা কিরণ, সুলতানা হেলেন, অনুপম রায়, শায়লা ফারজানা, ড. নাঈমা খাতুন, মাহফুজুর রহমান আল-মামুন, শিখা বোস, কামাল পাশা চৌধুরী ও মমতাজ বেগম।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে